নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, বিপ্লব কুমার সরকারসহ ২৮ জনের বিরুদ্ধে ৯জনকে হত্যাসহ ৩টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয়া হয়।

পরে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মামলায় গ্রেফতার আছেন ৪ জন। এদিন সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম।

অভিযোগে বলা হয়, গতবছরের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। এমনকি শর্টগান, চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকতসহ ৯ জনকে হত্যা করা হয়। এ মামলায় সাক্ষী ৫০ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *