
ঢাকা, ১ জুন ২০২৫:
হত্যা ও ভাঙচুরের পৃথক দুটি মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং খ্যাতিমান সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (১ জুন) কড়া নিরাপত্তার মধ্যে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মমতাজ বেগমের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ রয়েছে, মানিকগঞ্জের সিঙ্গাইরে রাজনৈতিক সহিংসতায় চারজনকে গুলি করে হত্যা করেন তিনি ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। অন্যদিকে, মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। দীর্ঘ প্রায় ৯ মাস আত্মগোপনে থাকার পর গত ২২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হিসেবে মমতাজ বেগমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলামত ও সাক্ষ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, “রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
সাবেক এই সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এখন গতি পেয়েছে বলে জানায় আদালত সংশ্লিষ্ট একটি সূত্র।