উত্তরায় ৭তলা ভবনে আগুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আগুনের ঘটনায় ভবনের বাসিন্দারা ধোঁয়া ও আগুনে আটকা পড়েন, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। সদস্যদের প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *