
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে অন্তত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বঞ্চলের রাতচাথানি প্রদেশের দিকে যাত্রা শুরু করে ট্রেনটি। ২৩০ কিলোমিটার যাওয়ার পর নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় দুর্ঘটনা ঘটে। সেখানে উচ্চগতির রেল প্রকল্প নির্মাণের কাজে ব্যবহৃত একটি ক্রেন চলন্ত ট্রেনটির ওপর ভেঙে পড়ে। ফলে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে এবং কয়েকটি বগিতে আগুন ধরে যায়।
এরইমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের স্টেট রেলওয়ে। এ ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।