
যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালালে পাল্টা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোরে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চত করেছেন। এরইমধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আল-উদেইদ বিমানঘাঁটির কিছু সামরিক সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। যদিও হামলা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি। গত মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আন্দোলনরতদের ওপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেবো ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুশিয়ারি দিয়েছিলো। আমি দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম।