ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প, মাস্কের সাথে আলোচনা

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর উদ্যোগ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানে পাঠানোর বিষয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যদি সম্ভব হয়, আমরা ইরানে ইন্টারনেট চালু করার চেষ্টা করব।’ এ সময় তিনি ইলন মাস্কের দক্ষতার প্রশংসা করে বলেন, ‘এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ফলে দেশটির সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পদক্ষেপ নেওয়া হয় দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ইরান সরকার অভিযোগ করছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে।
এদিকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ইরানের ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, তথ্যপ্রবাহ বন্ধ থাকায় মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে আসছে না।
বিশ্লেষকদের ধারণা, ইরানে স্টারলিংক সেবা চালু করা গেলে সরকারের নিয়ন্ত্রণ এড়িয়ে সাধারণ মানুষের যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *