
আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। একইভাবে, এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুনের শেষ সপ্তাহে। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
চলতি বছরও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, ‘টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা দু-একদিন বাড়ানো হতে পারে।’
এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আমরা আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।’