এল ক্লাসিকো জিতে ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মাধ্যমে ১৪ বছর পর প্রথম দল হিসেবে সুপার কাপের শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখাল কাতালানরা। এটি বার্সেলোনার ঘরোয়া সুপার কাপে ১৬তম শিরোপা। দলের জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, যিনি জোড়া গোল করেন।
রোববার (১১ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। জমজমাট এই ম্যাচে পাঁচ গোলের চারটিই আসে প্রথমার্ধে, যার মধ্যে তিনটি গোল হয় স্টপেজ টাইমে। শুরুতে সমানতালে লড়াই চললেও আধঘণ্টা পার হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
ম্যাচের ৩৬তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে দুর্দান্ত গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে শুরু হয় নাটকীয়তা। লেভানডোভস্কির চিপ শটে দ্বিতীয়বার লিড নেয় বার্সা। কিন্তু মুহূর্তের মধ্যেই গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে রিয়াল। ২-২ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণ জোরদার করে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৭৩তম মিনিটে আবারও রাফিনিয়ার শটে ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় বার্সেলোনা। রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে গেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।
ম্যাচের শেষদিকে নাটকীয়তা আরও বাড়ে। ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। সংখ্যাগত সুবিধা নিয়ে রিয়াল একের পর এক আক্রমণ চালালেও বার্সার গোলরক্ষক গার্সিয়া দুর্দান্ত দৃঢ়তায় সব প্রচেষ্টা রুখে দেন।
শেষ পর্যন্ত রিয়ালের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ১৬তম সুপার কাপ শিরোপা জয়ের উল্লাসে মাতে কাতালানরা। এই জয়ের মাধ্যমে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি গতবারের মতো এবারও সুপার কাপ জয়ের পুনরাবৃত্তি ঘটাল বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *