প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হবে ট্রাইব্যুনালের বিচারকাজ, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শুনানি রোববার

ঢাকা, ৩১ মে ২০২৫ — বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আগামীকাল রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শনিবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে, যাতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

এই সিদ্ধান্তকে দেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার মাধ্যমে জনগণ বিচার কার্যক্রমের প্রতি আস্থা পাবে।

বিশ্বের বিভিন্ন দেশে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের নজির রয়েছে। নাৎসি বাহিনীর যুদ্ধাপরাধের বিচার, মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারও সরাসরি সম্প্রচার করা হয়েছিল। একইভাবে, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যা মামলার শুনানি এবং উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মামলাও সম্প্রচারে এসেছে। বর্তমানে বিশ্বের অন্তত ২১টি দেশ বিশেষ গুরুত্বের মামলায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে থাকে।

বাংলাদেশেও এই উদ্যোগ বিচার ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *