
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দেয়া হয়েছে।
হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুরে ৫ শিক্ষার্থী হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। ৫ আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম কোনও মামলার জামিন এটি।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল তাকে জামিনের আদেশ দেন। এবং এ এ মামলার সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ ও কোনো অপরাধের সাথে জড়িত না হওয়ার শর্তে তাকে জামিন দেয়া হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিটর মিজানুল ইসলাম।
জামিন আবেদনে আসামির আইনজীবী বলেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হয়ে এরইমধ্যে তার দুই ভাই মারা গেছেন।