‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবে সরকার: শফিকুল আলম

গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলেও জানান তিনি।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছে। শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের প্রচারণা চালাতে কোনো আইনগত বাধা নেই।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের অবহিত করেছেন যে নির্বাচন কমিশনসহ সব পক্ষ প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ আগের তিনটি নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেনি। এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে বর্তমানে একটি ভালো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না বলেও দাবি করেন তিনি।