
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।দলীয় সূত্র জানায়, বৈঠকে আন্দোলন-সংক্রান্ত বিভিন্ন বিষয়, মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থা এবং সমসাময়িক জাতীয় ইস্যু গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। এ সময় দলের শীর্ষ নেতারা নিজ নিজ মতামত তুলে ধরেন।বৈঠক থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।