হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে টানা তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষ যদি আলোচনায় বসতে চায়, তাহলে তা অবশ্যই প্রকাশ্য হতে হবে। গোপন কোনো বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো লুকোচুরি আলোচনাও মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন দিক থেকেই ভারতীয় আধিপত্যের চাপ রয়েছে, সে কারণেই আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রও বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, সেক্ষেত্রেও আমরা প্রতিবাদ করব। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে বিকিয়ে দেওয়া হবে না। এই আন্দোলন কেবল শুরু হয়েছে মাত্র।

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ ওসমান হাদি আমাদের এই সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ অনুসরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের ওপর যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *