
মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার জলিল সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটেরপুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুবায়ের সরদার। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে অপর একটি নসিমনের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়।