
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। তাদের চোখে মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা।
সকাল সাড়ে ১১টার দিকে দেখা গেছে, জানাজার আড়া ঘণ্টা বাকি থাকলেও হাজার হাজার মানুষ অবস্থান করছেন সংসদ ভবন এলাকায়। আসছেন আরও মানুষ। জনতার স্রোত কেবল বাড়ছেই।