
ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে জাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলে কফ সিরাপ তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোডিনযুক্ত কফ সিরাপ অবৈধভাবে বিভিন্ন রাজ্য ও সীমান্তপারে পাচারের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ ছিল। খবর হিন্দুস্তান টাইমস’র।
পুলিশ জানায়, অভিযুক্তরা একাধিক ভুয়া ফার্মা কোম্পানি খুলে জিএসটি নম্বর ও প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেছিল। তবে এসব প্রতিষ্ঠানের কোনো বাস্তব ব্যবসা কার্যক্রম ছিল না। মূলত জাল বিল ও ইনভয়েস তৈরি করতেই কোম্পানিগুলো ব্যবহার করা হতো।