ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

ঢাকা, ৩১ মে: বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৯ মে) দিল্লিতে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত।”

জামায়াতের মতে, এ মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারবিরুদ্ধ এবং একটি স্বাধীন-সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ। জাতীয় নির্বাচন কখন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ও সরকার, বাইরের কোনো রাষ্ট্র নয়।

বিবৃতিতে ভারত সরকারকে ভবিষ্যতে জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের দিকেও এমন মন্তব্যের বিরুদ্ধে যথাযথ কূটনৈতিক প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *