ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর এই ঘোষণা দেওয়া হয় দলটির পক্ষ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এই বিবৃতি দেওয়া হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে জামায়াতের এই সমাবেশ পরিবর্তন করার আহ্বান জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ‘পরে সিদ্ধান্ত নেওয়া হবে’ বলে জানানো হয়। মূলত এসবের জেরেই আজ সন্ধ্যার পর এক বিবৃতি দিয়ে এই মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয় জামায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *