
ঢাকা, ৩১ মে ২০২৫:
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ২০ মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
জাপান সফরের অংশ হিসেবে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ সম্মেলনে তিনি এশিয়ার ভবিষ্যৎ, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও জ্বালানি খাতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ মে দিবাগত রাত ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফররত প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং ২৮ মে বুধবার জাপানে পৌঁছে সফর শুরু করে।