স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের উদ্দেশে রওনা দেবেন তিনি। দেশে ফেরার পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।  

তারেক রহমানের স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *