
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবতে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক রুবেলের (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬) সকালে উপজেলার খামারেরচর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত পিকআপ ভ্যানচালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতরা হলেন— নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।