বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার বড় প্রদর্শনী দেখাল ভারত। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সাবমেরিন থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে-৪ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। বিশাখাপত্তনম উপকূলের অদূরে এই পরীক্ষা পরিচালিত হয়। খবর এনডিটিভির।

প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এটি ভারতের সশস্ত্র বাহিনীর সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *