রাশেদ খানকে আসন ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এ আসনে বিএনপির দলীয় তিন মনোনয়ন প্রত্যাশীর কাউকে মনোনয়ন না দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *