
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান যাবেন রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা)। সেখানে গণসংবর্ধনা মঞ্চে ভাষণ দেবেন তিনি।
তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক। সকাল থেকেই ৩০০ ফিট এলাকা সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।