
ঢাকা, ৩১ মে ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মামলার রায় আগামীকাল রোববার (১ জুন) ঘোষিত হবে। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে রয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বিষয়টি শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন জামায়াতের পক্ষে অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “ইনশাল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।”
মামলাটির চতুর্থ দিনের শুনানি শেষে গত ১৪ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করে। এর আগে, চলতি বছরের ১২ মার্চ জামায়াতের রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার লক্ষ্যে আপিল শুনানি শুরু হয়।
প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর আপিল বিভাগের একটি আদেশে জামায়াতে ইসলামীর খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করা হয়। এর ফলে দলটি আবারও রাজনৈতিক নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পায়।
উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট মামলার রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
জনগণের দৃষ্টি এখন আপিল বিভাগের রায়ের দিকে, যা জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।