
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আর আহতরা হলেন, একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।