হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরীফ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে তাকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।

মূলত, পরিবারের দাবীর ভিত্তিতে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *