৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতের দিন ৫ জুন

রিয়াদ, ৩০ মে ২০২৫ — পবিত্র হজ, যা ইসলামের পঞ্চম ও সর্বশেষ স্তম্ভ, তার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

প্রতিবছর ইসলামি চন্দ্রপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের প্রধান আনুষ্ঠানিকতা পালন করা হয়। এই সময়ের মধ্যে হজযাত্রীরা মিনায় অবস্থান, আরাফাতে ও মুজদালিফায় অবস্থান এবং কাবা শরিফে তাওয়াফসহ একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালন করেন।

চার দিনের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন, অর্থাৎ ৫ জুন অনুষ্ঠিত হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ—আরাফাতের দিন। এদিন লাখো হাজি আরাফাতের ময়দানে সমবেত হবেন ও সেখানে নামাজ আদায় করবেন। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই অবস্থিত ঐতিহাসিক জাবাল-আর-রাহমা পাহাড়, যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন।

হজের শেষাংশে, আরাফাতের দিনের পরবর্তী দিন, অর্থাৎ ৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এই দিনটি ইসলামে কোরবানির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশ্বব্যাপী মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বছর হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য হজ একটি চিরন্তন আত্মশুদ্ধির ও ত্যাগের শিক্ষা বহন করে, আর প্রতি বছর কোটি মানুষের অংশগ্রহণে এই ধর্মীয় সমাবেশ ইসলামি ঐক্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *