
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নছিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত সবসময়ই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। কলকাতায় এটিকে ইস্টার্ন কমান্ড দিবস হিসেবে পালন করা হয়। তারা মনে করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। এ নিয়ে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। একইভাবে তারাও আমাদের হাই কমিশনারকে ডেকেছে। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন। এ সময় যারা মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে তাদের মিলিটারি ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই বলেও মন্তব্য করেন তিনি।