ছাত্রদল সভাপতির পদ হারানোর খবর ভুয়া: নিশ্চিত করলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

ঢাকা, ৩০ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর খবর সঠিক নয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, রাকিব এখনও ছাত্রদলের সভাপতি পদে বহাল রয়েছেন এবং তাঁর পদচ্যুতির খবর পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক গুজব।

শুক্রবার (৩০ মে) বিকেলে যমুনা টেলিভিশনের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ছাত্রদল সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবের পদ হারানোর খবর ছড়িয়ে পড়ে। কিছু সংবাদ মাধ্যম এ বিষয়ে সরাসরি দাবি করলেও কেউ কেউ গুজবের কথাও উল্লেখ করেন।

তবে নাছির উদ্দীন বলেন, “তেমন কিছু ঘটেনি। দলের কেউ কেউ মনে করছেন, ছাত্রদলকে বিভ্রান্ত করতে এবং অন্য ইস্যু থেকে দৃষ্টি সরাতে একটি গোষ্ঠী এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

গত কয়েকদিন রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের কোনো কর্মসূচিতে উপস্থিত না থাকায় জল্পনা বাড়ে। এ বিষয়ে নাছির উদ্দীন জানান, “টানা বৃষ্টির মধ্যে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে রাকিব ভাই জ্বরে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণেই তিনি সাম্প্রতিক কর্মসূচিতে অংশ নিতে পারেননি।”

এছাড়া বিকেল ৪টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাছির লেখেন,

“ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জ্বরে আক্রান্ত। এই সময়ে তার অনুপস্থিতিকে ঘিরে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর প্রপাগান্ডা উদ্দেশ্যমূলক। অনুরোধ করছি, সবাই এসব ভিত্তিহীন তথ্য পরিহার করুন।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে ছাত্রদলের সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী এবং পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রদল সূত্রে জানা গেছে, রাকিব শিগগিরই সুস্থ হয়ে দলের কার্যক্রমে ফের সক্রিয় হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *