বিজয় দিবসের ৫৫ বছর পূর্তিতে গাজীপুরে ছাত্রশিবিরের ম্যারাথন দৌড়

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় গাজীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের শিববাড়ী মোড়ে গিয়ে দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাতসহ মহানগর ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। সারা দেশে একযোগে তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *