ভোট বানচালের চেষ্টা চলছে, ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলা: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শর্তজুড়ে দিয়ে একটা শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। সর্তক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলার ঘটনা।

বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেছেন, ভয় দেখানো শক্তি ব্যর্থ হবে, ভয়ের কোনও কারণ নেই। ঐক্যবদ্ধভাবে জনগণের মিছিল এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটে যেতে বাধ্য হবে। নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সেই নির্বাচনে আমিও আপনাদের সঙ্গে থাকবো।

তিনি আরও বলেন, শুধুই অভিজ্ঞতা অর্জনের জন্য আগামী নির্বাচন নয়। এই নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের আশা, আকঙ্ক্ষা ও সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *