
সিঙ্গাপুরের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যেই তাকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে গেছে।
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমানটি।
বিমানে সিঙ্গাপুর পৌঁছতে সময় লাগতে পারে প্রায় সাড়ে তিন ঘণ্টার মত। ভেতরে হাদির চিকিৎসার জন্য রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাই যাচ্ছেন সঙ্গে।
এদিকে, দু’দিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ’তে।