
গণতন্ত্রের আকাঙ্খা বাস্তবায়নের পথে এখনো বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোনও কারণ নেই।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় একথা জানান তিনি।
তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে কোনও দিন সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, যারা দেশের জন্ম, স্বাধীনতাকে, অস্বীকার করেছে তাদের বিশ্বাস করার কোনও কারন নেই। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীতে ক্ষমা করার কোনও কারণ থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন ফ্যাসিস্টকে আবার চেপে বসতে দিতে পারি না।