ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। 

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন এবং ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সকাল সোয়া ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গণমাধ্যমকে বলেন, ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ রয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন এবং এর বেশি কিছু এই মুহূর্তে তারা জানাতে পারছেন না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আবদুল্লাহ আল জাবের হাসপাতালে অবস্থান করছেন।

শনিবার সকাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চ, মঞ্চ–২৪সহ বিভিন্ন নামের প্ল্যাটফর্মের নেতা–কর্মীদের ভিড় করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্চ–২৪ নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *