
ভোটারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট শুধু নাগরিক অধিকারই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব ভোটাররা সচেতনভাবে পালন করবেন বলে বিশ্বাস করি। যেকোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই কথা বলেন তিনি।