
ঢাকা, ২৯ মে ২০২৫:
বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
রণধীর জয়সোয়াল বলেন, “বাংলাদেশ সরকারের উচিত নিজেদের প্রশাসনিক ও গভর্ন্যান্স সংক্রান্ত চ্যালেঞ্জগুলো নিজেরা সামলানো। আমরা যেসব মন্তব্য দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে তারা নিজেদের দায়ভার অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এভাবে সমস্যার সমাধান সম্ভব নয়।”
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের যে নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান খুঁজতে হবে নিজেদের ভেতরেই। বাইরের কোনো দেশের দিকেই অভিযোগের আঙুল তুললে কোনো বাস্তব সমাধান আসবে না।”
ভারতীয় মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, “বাংলাদেশের উচিত অতি দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, যাতে জনগণের মতামত ও ম্যান্ডেট স্পষ্টভাবে প্রতিফলিত হয়।”
প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বলেন, দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে ভারতীয় আধিপত্যবাদ একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে।
ড. ইউনূসের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়, যার জবাব দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।