১৮ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ নিবন্ধিত ৬টিসহ মোট ১৮টি দল আছে এই জোটে।


সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের ইমানুয়েলস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। নতুন জোটে ছয়টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আর ১২টি অনিবন্ধিত দল রয়েছে।

নিবন্ধিত দলগুলো হলো-জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *