সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে এবং জানুয়ারির মধ্যেই তা শেষ হবে। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

খুনখারাবি বা অপরাধ নির্বাচনের আগে পুরোপুরি বন্ধ হয়ে যাবে— এমন প্রত্যাশা অবাস্তব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার ভাষায়, “আমার কাছে তো কোনো ম্যাজিক নেই যে বলবো এখনই সব অপরাধ বন্ধ হয়ে যাবে। বিষয়টি এত সহজ নয়।”

জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন, এখন সব রাজনৈতিক দলই মাঠে রয়েছে। কিছু দল সংগঠনের অভ্যন্তরীণ কারণে সক্রিয় না হলেও সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।

এসময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *