জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না: আমির

ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ম নিয়ে কাজ করে জামায়াত। ধর্মকে কখনই ব্যবহার করে না। সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান একথা বলেন।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকো আর সাধারণ নির্বাচন এবং গণভোট যদি কই দিনে হয় তাহলে কোনও সমস্যা হবে কী না? আমরা বলেছি আমাদের দেশের মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। তাই নির্বাচনের দিকে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত। সরকার চাইলে এখনও তা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *