
ঢাকা, ২৯ মে ২০২৫:
দেশে গণতন্ত্রের যাত্রা বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, “মে মাসের এই দিনটি আমাদের পরিবারের জন্য বেদনাবিধুর। শহীদ জিয়াউর রহমানের মৃত্যু শুধু আমাদের পারিবারিক ক্ষতি নয়, সমগ্র দেশের জন্য এক অপূরণীয় শূন্যতা। তিনি ছিলেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া সেই নেতা, যিনি তাঁর দেশপ্রেম, সততা ও দূরদর্শিতা দিয়ে জাতির হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে শিগগিরই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে বলে আমি আশা করি। গণতন্ত্র ও উন্নয়নের মধ্য দিয়েই শহীদ জিয়ার রাজনীতি ও আদর্শকে যথাযথভাবে শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “সরকারের উপদেষ্টারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জনদুর্ভোগ সম্পর্কে সচেতন নন। অনেকে কেবল কাগজে-কলমে সিদ্ধান্ত নিচ্ছেন, বাস্তবতা বিবেচনায় নিচ্ছেন না।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কার নিয়ে আপত্তি নেই, কিন্তু সংস্কারের নামে সময়ক্ষেপণ মেনে নেওয়া যাবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করার আহ্বান জানাই।”
আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।