
ঢাকা, ২৯ মে:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৯ মে) এই শুনানি শেষে আগামী ২ জুন রায়ের দিন নির্ধারণ করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওসি প্রদীপ কুমার দাশ এবং পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল রাখার আবেদন জানান। রাষ্ট্রপক্ষ মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এই আলোচিত মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে আপিল করেন এবং রাষ্ট্রপক্ষ প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স দাখিল করে। শুনানি শেষে এখন সব দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে দেশের জনসাধারণ ও সংশ্লিষ্ট মহল।