দেশে এল তারেক রহমানের পৌনে ৩ কোটি টাকার গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি। ইতোমধ্যে দেশে পৌঁছে দলের নামে নিবন্ধনও করা হয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়ি। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। তবে গাড়িটি বুলেটপ্রুফ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা সাদা রঙের সাত সিটের জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে গাড়িটি আমদানি করেছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রামের ‘মা এসোসিয়েটস’ এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *