
রাজধানীর মেট্রোরেলে আজ দুপুরে হঠাৎ উড়ে আসা একটি কাপড় ট্রেনের লাইনে পড়ে গেলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটে আগারগাঁও–ফার্মগেট অংশের ওপেন ভায়াডাক্ট এলাকায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বাতাসে ভেসে আসা একটি বড় আকারের কাপড় ট্র্যাকের ওপর পড়ে ট্রেনের নিরাপদ চলাচলে ঝুঁকি তৈরি করে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন টিম ঘটনাস্থলে পৌঁছে কাপড়টি সরিয়ে ফেলে। এ সময় প্রায় ৮–১০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
সাময়িক এই বিঘ্নে কয়েকটি স্টেশনে যাত্রীদের ভিড় বাড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিস্থিতিতে ট্রেন থামানো ছাড়া আর কোনো উপায় থাকে না।
এ ঘটনায় কেউ আহত বা ক্ষতিগ্রস্ত না হলেও মেট্রোরেলের ওপেন ট্র্যাক এলাকায় ঝুঁকিপূর্ণ বস্তু উড়ে আসা ঠেকাতে আশপাশের ভবনের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।