
ঢাকা, ২৯ মে — বাংলাদেশ সচিবালয়ে এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ স্থগিত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতকাল বুধবার (২৮ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা আজ বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রকাশ পায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সচিবালয়ের সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্ম সচিব মো. জসিম উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।” একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়। চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে ওই নির্দেশনা জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সচিবালয়ের নিরাপত্তা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাময়িক এই নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।
নতুন এ সিদ্ধান্তে সচিবালয়ে প্রবেশে আগ্রহী সাধারণ দর্শনার্থীদের সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে প্রবেশের আগে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন পড়বে।