‘ফ্যাসিবাদের সকল লক্ষণ জামাত নেতাদের মধ্যে দেখতে পাই’ – খালেদ মহিউদ্দিন

রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়ানো মন্তব্য করেছেন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক খালেদ মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের সকল লক্ষণ জামাত নেতাদের মধ্যে স্পষ্টভাবে দেখা যায়।’ সাম্প্রতিক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

খালেদ মহিউদ্দিন জানান, সাম্প্রতিক রাজনৈতিক আচরণ, বক্তব্য ও সংগঠনের কার্যপদ্ধতিতে যেসব বৈশিষ্ট্য দেখা যাচ্ছে—তা আধুনিক ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তাঁর দাবি, মতের ভিন্নতাকে দমন, বিরোধীদের ওপর আক্রমণাত্মক মনোভাব এবং সংগঠনের অভ্যন্তরে কঠোর নিয়ন্ত্রণ—এসবই ফ্যাসিবাদের চিহ্ন বহন করে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ জরুরি। সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ না বাড়লে চরমপন্থী রাজনীতির বিস্তার ঘটতে পারে।

মহিউদ্দিনের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জামাতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *