তফসিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরবেন: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞার তুলাতলী এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আবদুল আওয়াল মিন্টু বলেন, আমরা এ সরকারকে সমর্থন  দিয়ে যাচ্ছি প্রথম থেকেই এবং এখনও সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা আশা করি সরকার অবাধ ও সুষ্ঠু  নির্বাচন উপহার দেবে। পরিবেশ যেটাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আর খুব শীগ্রই তারেক রহমান দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *