‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান কর্মবিরতি, উপদেষ্টাদের স্মারকলিপি প্রদানের ঘোষণা

ঢাকা, ২৯ মে:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বিতর্কিত ধারা বাতিলের দাবিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম কর্মসূচি জোরদার করছে। প্রতিদিন এক ঘণ্টা করে চলমান কর্মবিরতির পাশাপাশি আগামী ১ ও ২ জুন (রোববার ও সোমবার) অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পূর্বঘোষিত কর্মবিরতি শেষে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন ফোরামের নেতারা। তারা জানান, একই দিনে দেশের সব সরকারি দফতরের প্রধান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে।

সকালে কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সমবেত হন। বৈরী আবহাওয়ার কারণে যারা উপস্থিত হতে পারেননি, তারা নিজ নিজ দফতরে কর্মবিরতি পালন করেন।

নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি চলবে। পাশাপাশি, দাবি উপেক্ষিত হলে ৩১ মে’র পর থেকে নতুন ও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২২ মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে নতুন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আন্দোলনের ফলে গত ছয় দিন ধরে সচিবালয়ে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম বলছে, নতুন অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের অধিকার খর্ব করে। তারা এ অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *