
খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেল অর্ধশতাধিক কর্মী সর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছাত্রদলে যোগ দেন তারা।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ও সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।