
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে হল ছেড়ে যাওয়ায় ক্যাম্পাস কিছুটা ফাঁকা। আর সেই সুযোগেই ফজলুল হক মুসলিম হলের ফাঁকা গেস্টরুমে এক নারীকে নিয়ে এসে ইনডোর গেমস খেলার সময় হাতেনাতে ধরা পড়েন ঢাবির এফ আর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ‘এক রহমান’ (পরিচয় : ২২-২৩ সেল)। ঘটনাটি ধরা পড়ার পর হলজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
হল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী গেস্টরুমে পারিবারিক সদস্য বা আত্মীয় ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গের অভিযোগে হল গেস্টরুমের দরজায় ‘নিষেধাজ্ঞা’ সম্পর্কিত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
হল সূত্র জানায়— অভিযুক্ত শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পাওয়া গেলে তাকে নোটিশ পড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে ডিউটি টিভির সঙ্গে কথা বলতে চান এবং পরে কয়েকজনকে ফোন করেন। শেষ পর্যন্ত তাকে প্রোক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
হল প্রশাসন জানায়, “যেহেতু বিশ্ববিদ্যালয় এখন প্রায় ফাঁকা, তাই কেউ এই সুযোগ নিয়ে নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গেস্টরুমে নারী আনা—এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”